শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: কানাডার ছোট একটি শহরে অপরিশোধিত জ্বালানী তেলবাহী চালকবিহীন দ্রুতগামী এক ট্রেন লাইনচ্যুত হওয়ার পর বিস্ফোরিত হলে অন্তত কয়েকজন নিহত হয়েছেন। বিস্ফোরণে শহরটির বুহ ভবন বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার কানাডার কুইবেক প্রদেশের ল্যাক-মেগানটিক শহরে মধ্যরাত ১টার কিছুক্ষণ পর এ দুর্ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক মিডিয়া সূত্রে জানা যায়।
জ্বালানী বহনকারী ওই ট্রেনটিতে ৭২টি বগি ও পাঁচটি ইঞ্জিন ছিল। পুলিশ কর্মকর্তা গাই ল্যাপোয়িন্তি একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। তবে এ দুর্ঘটনার পর ৪০ থেকে ৮০ জন নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এক জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি আমরা, তবে আরো কয়েকজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। আমরা আরো ধারণা করছি, নিখোঁজ মানুষের সংখ্যা মোট নিহতের সংখ্যার থেকে বেশি হবে। ট্রেনটির চারটি বগিতে ৩০ হাজার গ্যালন করে অপরিশোধিত জ্বালানী তেল বহন করা হচ্ছিল। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর এসব বগিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। আগুনের শিখা কয়েকশত ফুট পর্যন্ত উঠে যায়। বিস্ফোরণের পর জলন্ত অপরিশোধিত তেল রাস্তার ম্যানহোলের ভিতর দিয়ে ছড়িয়ে পড়ে অনেক ভবনে আগুন লাগার কারণ হয় বলে জানিয়েছেন ট্রেন পরিচালনাকারী কোম্পানির প্রধান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে আশপাশের বহু ভবনের সামনের অংশ বিধ্বস্ত হয়। এসব ভবনের মধ্যে দোকানপাট, একটি পাঠাগার ও একটি পানশালা রয়েছে। দুর্ঘটনার সময় শহরটির কেন্দ্রস্থলে প্রচুর মানুষের সমাগম ছিল। দুর্ঘটনাস্থলের পরিস্থিতি বিপদজনক হওয়ায় সেখানে পুলিশ বা উদ্ধারকারীরা প্রবেশ করতে পারছে না। সে কারণে সম্ভাব্য হতাহতের সংখ্যা হিসাব করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ল্যাপোয়িন্তি। বিস্ফোরণে শহরটির একটি ভূর্গস্থ পানির উৎস ক্ষতিগ্রস্থ হলে শহরে পানীয় জলের অভাব দেখা দেয়। বিকল্প উৎস থেকে পানি সরবারাহ করে শহরবাসীর চাহিদা পূরণ করার চেষ্টা করা হচ্ছে।
Leave a Reply