শীর্ষবিন্দু নিউজ: ইংল্যান্ডে গত ৯ দিনে প্রচণ্ড তাপদাহে ৭৬০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকাল দেশটির কোন কোন অঞ্চলে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা ষষ্ঠ দিনের মতো গতকাল দুপুরে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
গত ৭ বছরের মধ্যে বৃটেনের দীর্ঘতম তাপদাহ রেকর্ড করা হয়েছে এবার। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের এক পরিসংখ্যানে বলা হচ্ছে, গত ৯ দিনে শুধু ইংল্যান্ডেই ৫৪০ তেকে ৭৬০ জন প্রাণ হারিয়েছেন। আগামী সপ্তাহের শেষ পর্যন্ত এ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে ও প্রাণহানির সংখ্যা দ্বিগুণ ছাড়ানোর আশঙ্কা করা হচ্ছে।
Leave a Reply