শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৭

অ্যাপলের সেরা অ্যাপ্লিকেশন ২০১২ নির্বাচিত

অ্যাপলের সেরা অ্যাপ্লিকেশন ২০১২ নির্বাচিত

বিখ্যাত কোম্পানী অ্যাপল তার অ্যাপ্লিকেশনগুলো মধ্যে সেরা ২০১২ অ্যাপস স্টোরের নির্বাচন করেছে । এ বছরের সেরা অ্যাপ্লিকেশন হিসেবে আইফোনের জন্য ‘অ্যাকশন মুভি এফএক্স’ ও আইপ্যাডের জন্য ‘পেপার’ অ্যাপ্লিকেশনটি সেরা বলে উল্লেখ করেছে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল। গত ১৩ ডিসেম্বর নির্বাচিত সেরা অ্যাপ্লিকেশনগুলোর তথ্য জানিয়েছে অ্যাপল।

উল্লেখ্য ২০১১ সালে অ্যাপ স্টোরের সেরা অ্যাপ্লিকেশন হিসেবে আইফোনের জন্য নির্বাচিত হয়েছিল ইনস্টাগ্রাম ও আইপ্যাডের জন্য স্ন্যাপসিড। আর চলতি বছর ইনস্টাগ্রাম কিনে নিয়েছে ফেসবুক আর স্ন্যাপসিড কিনেছে গুগল। গেম বিভাগে আইপ্যাডের জন্য সেরা গেম অ্যাপ নির্বাচিত হয়েছে ‘দ্য রুম’ আর আইফোনের জন্য ‘রেম্যান জাঙ্গল রান’। অ্যাপ স্টোরে বিনা মূল্যের ও অর্থ খরচ করে কিনতে হয় এমন জনপ্রিয় অ্যাপ্লিকেশনেরও তালিকা করেছে অ্যাপল। ২০১২ সালে আইফোনের জন্য বিনা মূল্যের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশন নির্বাচিত হয়েছে ইউটিউব। কিন্তু কেনা যায় এমন অ্যাপ্লিকেশনের তালিকায় সেরা নির্বাচিত হয়েছে অ্যাংরি বার্ড স্পেস যা কিনতে ব্যবহারকারীদের অর্থ খরচ করতে হবে।।

অ্যাপ স্টোরের সেরা অ্যাপ্লিকেশনগুলোর তালিকা পাওয়া যাবে নিম্নেলিখিত লিংকে ক্লিক করে:

 http://www.apple.com/itunes/affiliates/download/




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
All rights reserved © shirshobindu.com 2012-2024