প্রযুক্তি আকাশ: স্যামসাংয়ের আপগ্রেড অফারের আওতায় গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোনের বদলে পেতে পারেন স্যামসাং গ্যালাক্সি এস৪ অথবা স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড।
এ অফারের আওতায় স্মার্টফোন বদলের মূল্য নির্ধারণ করা হবে পুরনো স্মার্টফোনের অবস্থা এবং ফোনের সঙ্গে কোনো এক্সেসরিজ দেওয়া হচ্ছে কি না, তার উপর। তবে সেটের সঙ্গে ওয়ারেন্টি কার্ড থাকলে অবশ্যই মূল্য বাড়বে। এ ছাড়া একবারে পুরো টাকা পরিশোধ না করে এক বছরে মাসিক সমান কিস্তিতেও এই টাকা পরিশোধ করা যাবে।
নির্দিষ্ট কিছু স্যামসাং স্মার্টফোন ক্যাফেতে এখন গ্রাহকদের জন্য থাকছে স্মার্ট এক্সচেঞ্জ অফার। গ্রাহকরা তাদের পুরনো স্মার্টফোনের বদলে পেতে পারেন স্যামসাং গ্যালাক্সি এস৪ অথবা স্যামসাং গ্যালাক্সি গ্র্যান্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে এই আপগ্রেড অফার চলবে ঈদ পর্যন্ত।
Leave a Reply