শীর্ষবিন্দু নিউজ: সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এসময় দু’জনের মধ্যে শুভেচ্ছা বিনিময়ও হয়েছে।
শুক্রবার মক্কায় মসজিদুল হারামের নামাজ আদায় শেষে তাদের সাক্ষাৎ হয়।
গত মে মাসে নির্বাচনে জয়ী হয়ে আবারো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নওয়াজ। সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই তার সঙ্গে বাংলাদেশের বিরোধী দলীয় নেতার প্রথম সাক্ষাৎ। বিরোধী দলীয় নেতা গত ৩১ জুলাই মদিনা থেকে মক্কা যান। বর্তমানে তিনি মক্কায় অবস্থান করছেন। ২৭ জুলাই বিএনপি চেয়ারপার্সন সৌদি আরব যান। ৭ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply