শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭

ব্রিটেনে হাউজিং মার্কেটে কালো টাকার বিনিয়োগ খতিয়ে দেখতে লন্ডন মেয়রের আহবান

ব্রিটেনে হাউজিং মার্কেটে কালো টাকার বিনিয়োগ খতিয়ে দেখতে লন্ডন মেয়রের আহবান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: সমগ্র পৃথিবীর জন্য লন্ডন উম্মুক্ত যেখানে বিনিয়োগের জন্য লন্ডনের দরজা সকলের জন্য খোলা আর যারা লন্ডনকে তাদের হোম হিসেবে বেছে নিতে চান তাদেরকে স্বাগত জানানো হবে বলে মন্তব্যে করেছেন লন্ডন মেয়র সাদিক খান।

বে তিনি লন্ডনের হাউজিং মার্কেটে বিদেশীদের কালো টাকার বিনিয়োগ হচ্ছে বলে মনে করে প্রোপার্টি মার্কেটে বিদেশী বায়ার ও ক্রেতাদের কি পরিমাণ ঘর রয়েছে- তা খতিয়ে দেখার জন্য তদন্তের নির্দেশ দিয়েছেন।

তার ধারণা মতে, বিশাল অংকের বিদেশী কালো টাকা লন্ডনের প্রোপার্টি মার্কেটে ফরেন ইনভেস্টরেরা বিনিয়োগ করেছেন। তিনি আরে বলেন, লন্ডনের প্রোপার্টি মার্কেটে আরো স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি লন্ডনারদের বিনিয়োগ নিশ্চিত করতে হবে।

২০১৪ সালে স্যাভাইল ওয়ার্ল্ডের রিসার্চ হেড ইউল্যান্ড বারেটস জানিয়েছিলেন বিদেশী বায়ারদের বিনিয়োগ সমগ্র লন্ডনে ৭ পার্সেন্টম, যা বর্তমানে বহুগুণ বৃদ্ধি পেয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকেই মনে করছেন, লন্ডনের হাউজিং ক্রাইসিস বিদেশী বায়ারদের দ্বারা হাউজিং মার্কেটে মাত্রাতিরিক্ত বিনিয়োগ ও এ ক্ষেত্রে প্রভাব বিস্তারের জন্যে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2024