বিনোদন ডেস্ক: মাত্র তিনদিনের মধ্যেই দশ লাখ মানুষের ক্লিক পড়েছে বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার নতুন আইটেম গান রাম চাহে লীলা’তে। সম্প্রতি টুইটারের মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াংকা। তার সর্বশেষ সিঙ্গেল ‘এক্সোটিক’-এর মতো এই গানকেও পছন্দ করার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
শনিবার ২৬ অক্টোবর প্রিয়াংকা টুইটারে লেখেন, এক্সোটিক গানটি ব্যাপকভাবে বিক্রি হয়েছে। আজ রামলীলা দশ লাখ ইউটিউব হিট ছাড়িয়েছে মাত্র তিনদিনে! আর কৃষ থ্রি সিনেমার ট্রেইলারে এক কোটি ৭০ লাখ হিট পড়েছে! সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয়াংকা জানিয়েছেন, তার গাওয়া তিন নম্বর সিঙ্গেল গান প্রকাশিত হবে ডিসেম্বরে।
‘