মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৫:২৬

ইউটিউবে হিট প্রিয়াংকা চোপড়া

ইউটিউবে হিট প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক: মাত্র তিনদিনের মধ্যেই দশ লাখ মানুষের ক্লিক পড়েছে বলিউডি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার নতুন আইটেম গান রাম চাহে লীলা’তে। সম্প্রতি টুইটারের মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াংকা। তার সর্বশেষ সিঙ্গেল ‘এক্সোটিক’-এর মতো এই গানকেও পছন্দ করার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

সঞ্জয় লীলা বনসালির সিনেমা ‘রাম লীলা’ মুক্তির অনেক আগে থেকে সৃষ্টি করছে নতুন নতুন শিরোনাম। এরই মধ্যে যোগ হল সিনেমাটিতে প্রিয়াংকা চোপড়ার আইটেম গান ‘রাম চাহে লীলা’। প্রকাশিত হওয়ার তিনদিনের মাথায় দশ লাখ মানুষ ইউটিউবে দেখেছে ভিডিওটি। আর প্রিয়াংকার ভাষ্য, ভক্তদের ভালোবাসা আর সমর্থন পেয়ে তিনি অভিভূত। তার নতুন সিনেমা কৃষ থ্রি-এর ট্রেইলার প্রকাশিত হওয়ার পর থেকে দর্শকের ব্যাপক সাড়া পাওয়াতেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এক্সোটিক-এর সাফল্য উদযাপনের সময় সাংবাদিকদের প্রিয়াংকা বলেন, বর্তমানে নতুন সিঙ্গেলের উপর কাজ করছি আমি। আমার কণ্ঠ দেওয়ার কাজ শেষ, বাকি কিছু কাজ এখন করা হচ্ছে। এবারের সিঙ্গেলে আমি একাই গান গেয়েছি, আমার সঙ্গে আর কেউ নেই। চলতি বছরের ৯ জুলাই মুক্তি পায় প্রিয়াংকার দ্বিতীয় সিঙ্গেল এক্সোটিক। গানটি ‘আইটিউনস ইন্ডিয়া’-এর টপচার্টে এক নম্বর হয়েছিল।

শনিবার ২৬ অক্টোবর প্রিয়াংকা টুইটারে লেখেন, এক্সোটিক গানটি ব্যাপকভাবে বিক্রি হয়েছে। আজ রামলীলা দশ লাখ ইউটিউব হিট ছাড়িয়েছে মাত্র তিনদিনে! আর কৃষ থ্রি সিনেমার ট্রেইলারে এক কোটি ৭০ লাখ হিট পড়েছে! সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয়াংকা জানিয়েছেন, তার গাওয়া তিন নম্বর সিঙ্গেল গান প্রকাশিত হবে ডিসেম্বরে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025