বিনোদন ডেস্ক: তারকা মানেই বিশেষ কিছু। চলনে-বলনে সবকিছুতেই আলাদা একটা ব্যাপার। গোটা বিশ্বের শোবিজ তারকাদের বেলাতেই দেখা যায় এমনটা। বিশেষ করে শোবিজ তারকারা গাড়ি ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ কিছুর দিকে বেশি জোর দিয়ে থাকেন। সে দিক দিয়ে বলিউডের নায়িকারাও পিছিয়ে নেই। সেই ধারাবাহিকতায় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও এবার সবচেয়ে বিলাসবহুল ব্র্যান্ডের গাড়ি কিনতে যাচ্ছেন।
সূত্র জানায়, দুই কোটি রুপি ব্যয়ে একটি রোলস রয়েস গাড়ি কিনতে যাচ্ছেন এ অভিনেত্রী। বিলাসবহুল এ গাড়িটি প্রিয়াঙ্কার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। চারমাস আগে গাড়িটির বুকিং দেন প্রিয়াংকা। এ মাসেই বিলাসবহুল গাড়িটি হাতে পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে গাড়িতে নতুন কিছু যুক্ত করার সিদ্ধান্ত নেন এ অভিনেত্রী। নতুন চাহিদা অনুসারে গাড়িটিকে তৈরি করতে আরও দুই মাস সময় লাগবে।
তাই প্রিয়াংকা গাড়ির মালিকানা পাবেন ফেব্রুয়ারি মাসে। সূত্র জানায়, গান শুনতে এবং খেতে পছন্দ করেন প্রিয়াংকা। এ কারণে তার গাড়ির মিউজিক সিস্টেম হবে অসাধারণ। পাশাপাশি গাড়িতেও খাবারের বিশেষ ব্যবস্থা রাখতে চান প্রিয়াঙ্কা।