বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৫:৪৭

সিলেটের ওয়ানডে ঢাকায় স্থানান্তর

সিলেটের ওয়ানডে ঢাকায় স্থানান্তর

গ্যালারী থেকে: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ সিলেট থেকে ঢাকায় সরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৭ ফেব্রুয়ারি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচনা হওয়ার কথা ছিল।

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সিলেট বিভাগীয় স্টেডিয়ামের থেকে ঢাকার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি সরিয়ে আনার কথা জানান। এর আগে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে নয়, বরং শুধু একটা ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা দল সিলেটে খেলতে যেতে চায়নি।

দু’টি টেস্ট, তিনটি ওয়ানডে ও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী বছরের ২৪ জানুয়ারি বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। ২৭ জানুয়ারি শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১২ ও ১৪ ফেব্রুয়ারি দিবা-রাত্রির দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

১৭ ফেব্রুয়ারি শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে ২০ ও ২২ ফেব্রুয়ারি হবে শেষ দুটি ওয়ানডে। তিনটি ওয়ানডেই হবে দিবা-রাত্রির। পাঁচ বছরের বেশি সময় পর পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা দল। ২০০৮ সালের ডিসেম্বের সর্বশেষ পূর্ণাঙ্গ সফরে এসেছিল তারা।

সফরসূচি:

প্রথম টেস্ট : ২৭ জানুয়ারি থেকে, ঢাকা

দ্বিতীয় টেস্ট: ৪ ফেব্রুয়ারি থেকে, চট্টগ্রাম

প্রথম টি-টোয়েন্টি: ১২ ফেব্রুয়ারি, চট্টগ্রাম

দ্বিতীয় টি-টোয়েন্টি: ১৪ ফেব্রুয়ারি, চট্টগ্রাম

প্রথম ওয়ানডে: ১৭ ফেব্রুয়ারি, ঢাকা

দ্বিতীয় ওয়ানডে: ২০ ফেব্রুয়ারি, ঢাকা

তৃতীয় ওয়ানডে: ২২ ফেব্রুয়ারি, ঢাকা




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025