বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:০১

ছোটদের বিশ্বকাপে বাংলাদেশ এগিয়ে

ছোটদের বিশ্বকাপে বাংলাদেশ এগিয়ে

গ্যালারী থেকে: আফগানিস্তানের পর নামিবিয়াকেও হারাল বাংলাদেশের তরুণরা। সোমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল সবুজরা ৫২ রানে জিতেছে। টানা দুই জয়ে চার পয়েন্টে বি গ্রুপের শীর্ষে তারা। গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়া ৩৬ রানে হেরেছে আফগানিস্তানের কাছে। সমান দুই পয়েন্ট নিয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার পর তিন নম্বরে আফগানিস্তান।

আফগানদের বিপক্ষে ১০ উইকেটে জেতার পর পাওয়া আত্মবিশ্বাসের পুরোটাই কাজে লাগাল মেহেদী হাসানের দল। টস জিতে ব্যাট করতে নেমে গত ম্যাচে হার না মানা ১২৬ রানে অপরাজিত থেকে দলকে জেতানো সাদমান ইসলাম এদিনও ফিফটি পেলেন। ব্যক্তিগত ৬৫ রানে তৃতীয় ব্যাটসম্যান হয়ে সাজঘরে যান তিনি।

এর আগে জয়রাজ শেখের (২২) সঙ্গে ৫৫ ও লিটন দাসের (৩১) সঙ্গে ৫১ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েন এই ওপেনার। মোসাদ্দেক হোসেন ব্যাট হাতে সর্বোচ্চ পারফরমেন্স করেন। ৭০ রানে অপরাজিত থেকে তিনি দলকে দুশ’র ঘরে নিয়ে যান। নামিবিয়ার বোলাররা বড় কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।

নাজমুল হোসেন শান্ত ২২ রানে আউট হন। নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন জ্যানো কোয়েতজে। লক্ষ্য দিয়ে মোসাদ্দেক ও মুস্তাফিজুর রহমান বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করেন। দুজনে তিনটি করে উইকেট নিয়ে দলের জয় তরান্বিত করেন। বল ও ব্যাট হাতে সমান অবদান রেখে ম্যাচসেরা মোসাদ্দেক। দুটি পান নিহাদুজ্জামান। নামিবিয়ার ব্যাটিং লাইনআপের সেরা পারফরমার জান্দার পিচার্স (৪০)। এছাড়া অধিনায়ক জেরহার্ড এরাসমুস ৩৭ ও জ্যা কতজে ৩৫ রান করেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025