মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:১৭

পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপ শুরু ভারতের

পাকিস্তানকে হারিয়েই বিশ্বকাপ শুরু ভারতের

গ্যালারী থেকে: বিশ্বকাপে এবারও চিরপ্রতিদ্বন্দ্বীকে হারাতে পারলো না পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের প্রথম ম্যাচটি সহজেই ৭ উইকেটে জিতে শুভসূচনা করলো ভারত। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩০ রান করে পাকিস্তান। জবাবে ৩ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
প্রথম তিন ওভারে মাত্র ৭ রান উঠলেও শিখর ধাওয়ানের সঙ্গে রোহিত শর্মার ৫৪ রানের উদ্বোধনী জুটিতে ভারতের জয়ের ভিত গড়ে ওঠে। ধাওয়ানকে সাঈদ আজমলের ক্যাচে পরিণত করে জুটি ভাঙেন উমর গুল। এরপর ১১ রান যোগ করতেই রোহিত ও যুবরাজ সিংয়ের বিদায়ে উজ্জীবিত হয়ে উঠে পাকিস্তান শিবির। কিন্তু সুরেশ রায়নার সঙ্গে বিরাট কোহলির ৫০ বলে ৬৬ রানের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটিতে সহজ জয়ই পায় ভারত।
গত ১২ মাসে মাত্র ১টি টি-টোয়েন্টি খেলেছে ভারত, তাদের চেয়ে অনেক বেশি ১২ ম্যাচ খেলা পাকিস্তান ছিল দারুণ ছন্দে। এশিয়া কাপেও ভারতকে হারিয়েছিল দলটি। কিন্তু বিশ্বকাপে সেই পুরনো চিত্র। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে অপারেজয় থাকার রেকর্ড অক্ষুন্ন রাখল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে চারবার মুখোমুখি হয়ে প্রতিবারই জিতলো ভারত।
এবার অবশ্য জেতার মতো সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান। দ্বিতীয় ওভারে বোলার ভুবনেশ্বর কুমারের সরাসরি থ্রোয়ে রান-আউট হয়ে কামরান আকমলের বিদায়ে শুরুটা ভালো হয়নি তাদের। ভারতীয় বোলারদের আঁটোসাটো বোলিংয়ে সহজে রান পাননি আহমেদ শেহজাদ ও পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ব্যক্তিগত ৫ রানে ডিপ মিডউইকেটে যুবরাজ সিংয়ের হাতে ‘জীবন’ পাওয়া হাফিজকে নিজের প্রথম ওভারেই ফেরান বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। পরের ওভারে অমিত মিশ্রর বলে শেহজাদ স্ট্যাম্পিং হয়ে গেলে অস্বস্তিতে পড়ে পাকিস্তান।
শোয়েব মালিকের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে বিপদ কাটান উমর আকমল। ষোড়শ ওভারে শোয়েব মালিককে সুরেশ রায়নার ক্যাচে পরিণত করে বিপজ্জনক হয়ে উঠা জুটি ভাঙেন মিশ্র। শোয়েবের বিদায়ের পর পাকিস্তানের রানের গতিতে ভাটা পড়ে। দ্রুত রান তুলতে গিয়ে আউট হন উমর আকমল ও শহীদ আফ্রিদি।
সর্বোচ্চ ৩৩ রান আসে উমর আকমলের ব্যাট থেকে। ছন্দে থাকা আফ্রিদি ভালো করতে পারেননি। ১০ বলে ৮ রান করেন এই অলরাউন্ডার। সেখান থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব শোয়েব মাকসুদের। ১১ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। ২২ রানে ২ উইকেট নিয়ে মিশ্র ভারতের সেরা বোলার। ভারতীয় দলে ফিরেই ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ২০ ওভারে ১৩০/৭ (কামরান ৮, শেহজাদ ২২, হাফিজ ১৫, উমর ৩৩, মালিক ১৮, আফ্রিদি ৮, মাকসুদ ২১, বিলাওয়াল ০*; মিশ্র ২/২২, জাদেজা ১/১৮, ভুবনেশ্বর ১/২১, সামি ১/৩১)
ভারত: ১৮.৩ ওভারে ১৩১/৩ (রোহিত ২৪, ধাওয়ান ৩০, বিরাট ৩৬*, যুবরাজ ১, রায়না ৩৫*; বিলাওয়াল ১/১৭, আজমল ১/১৮, গুল ১/৩৫)




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025