গ্যালারী থেকে ডেস্ক: আসন্ন ২০১৫ ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে রবিবার বাংলাদেশ ক্রিকেট দলের ১৫ জনের মূল দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
রোববার দুপুর একটার সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ঘোষণা করার কথা থাকলেও প্রায় আড়ায় ঘন্টা পর নির্বাচক প্যানেল এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিসিবি কার্যালয়ে হাজির হন। এবং নাজমুল হাসান পাপন ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেন।
এদিকে বিশ্বকাপে অধিনায়ক হিসেবে থাকছেন পেসার মাশরাফি বিন মুর্তজা এবং সহ-অধিনায়ক সাকিব আল হাসান। মাশরাফি আর সাকিব ছাড়াও বিশ্বকাপের মূল দলে জায়গা হয়েছে সাবেক ওয়ানডে অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাসির হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, তাসকিন আহমে, রুবেল হোসেন, আল আমিন হোসেন এবং আরাফাত সানির।