বিনোদন ডেস্ক: গানের বাইরেও অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে আলোচনায় আসতে পছন্দ করেন জনপ্রিয় সংগীত তারকা লেডি গাগা। এবার স্পিডবোটে নগ্ন হয়ে আলোচনায় এলেন তিনি। আর সেই ছবি টুইটারে পোস্ট করে বেশ বিতর্কের মুখে পড়েছেন গাগা।
সম্প্রতি বাহামার প্যারাডাইস আইল্যান্ডের একটি কনসার্টে অংশ নেন তিনি। এর পরদিনই সেখানে শুরু হয় তার স্পিডবোট রাইডিং। সমুদ্রের অনেকটাই চষে বেড়ান তিনি বোটে করে। এ সময় তার পরনে ছিল হলুদ রঙের বিকিনি। শুধু তাই নয়, পানি থেকে একটি মাছও ধরে ফেলেন তিনি। আর সেই মাছ নিয়ে সেলফিও তোলেন। এরপর নিজের বিকিনির ওপরের অংশ খুলে ফেলেন গাগা। হাত দিয়ে নিজের খোলা বক্ষের অনেকাংশ ঢেকে আরও একটি সেলফি তোলেন। আর নিজের এই নগ্ন ছবি তিনি পোস্ট করেন টুইটারে।
আর সেই ছবি এখন ছড়িয়ে গেছে বিভিন্ন ওয়েবসাইটে। যার মাধ্যমে বেশ আলোচনায় চলে এসেছেন গাগা। এ ছবির সঙ্গে টুইটারে লেডি গাগা লিখেন, এটা একটা নৈসর্গিক স্থান বলেই আমার মনে হয়েছে। আমি নিজেকে এখানে হারিয়ে ফেলেছি। সময় থাকলে এখানে আরও কয়েক দিন থাকতাম। তবে এ জায়গার স্মৃতি হিসেবে এ সেলফি তুলে রাখলাম। কেমন হলো সবাই বলুন তো? নিশ্চয়ই উপভোগ করছেন। লাভ ইউ অল।