বিনোদন ডেস্ক: গত বছরের জুনে হেমা-ধর্মেন্দ্রর বড় মেয়ে এশা দেউল এর বিয়ের পর এবার বিয়ের সানাই বাজল ছোট মেয়ে অহনার। জুহুতে নিজেদের ফ্ল্যাটে খানিকটা চুপিসারে হয়ে গেল অহনার আংটি বদল অনুষ্ঠান। পাত্র বৈভব ভোরা দিল্লির এক ধনাঢ্য ব্যবসায়ী ।
জানা যায়, বোন এশার বিয়েতে অহনার সাথে বৈভবের পরিচয়। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে দেরী করেননি সদ্য প্রেমে পড়া এই জুটি। ২১জুন সন্ধ্যা থেকে হেমার জুহুর ফ্ল্যাটে শুরু হয় বাগদান অনুষ্ঠান। অহনা সেজেছিলেন গোলাপি-বেগুনি রংয়ের ইন্ডিয়ান পোশাকে ।
অনুষ্ঠানে উচ্ছ্বসিতকন্ঠে হেমা বলেন, আমরা সবাই খুব খুশি। বৈভব খুব ভাল ছেলে। আমরা ওদের জন্য অনেক আশীর্বাদ করছি। বাগদান হলেও এখনও বিয়ের দিন ঠিক করিনি। দুই পরিবার একসঙ্গে বসে বিয়ের দিন ঠিক করবো। অহনা দেওল একজন ওডিশি নৃত্যশিল্পী ও ফ্যাশন ডিজাইনার। তিনি অনেকবার মা হেমা মালিনী এবং বড়বোন এশা দেউল এর সাথে মঞ্চে নেচেছেন। অনুষ্ঠানে অহনার দুই ভাই সানি দেওল এবং ববি দেওলসহ অন্যান্য আত্নীয়-স্বজন উপস্থিত ছিলেন।
Leave a Reply