বিনোদন ডেস্ক: অশ্লীলতার অভিযোগে মল্লিকা শেরাওয়াতের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে ভারতের একটি স্থানীয় আদালত। অশ্লীলতার অভিযোগে বলিউডি অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া।
জানা যায়, ওই ওয়ারেন্টের বিপরীতে মল্লিকা গুজরাতের সর্বোচ্চ আদালতে আপিল করেন। তবে তার আপিলটি খারিজ করে দেয় কোর্ট। আপিল খারিজের পর তাকে নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তিওয়ারি মল্লিকার বিরুদ্ধে অজামিনযোগ্য পরোয়ানা জারির আবেদন করলেও আদালত জামিনযোগ্য পরোয়ানা জারি করে।
ভাদোদারা জেলা আদালত থেকে জারি করা পরোয়ানাতে ১৯ অগাস্টের মধ্যে মল্লিকাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বারোদা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি নরেন্দ্র তিওয়ারি মল্লিকার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০০৬ সালের ৩১ ডিসেম্বর মুম্বাইয়ের নিউ ইয়ারস ইভ পার্টিতে মল্লিকার অশ্লীল ভঙ্গিমার নাচের কারণে এ মামলা দায়ের করেন তিনি। টিভিতে মল্লিকার নাচ দেখে তাকে এবং পাঁচ তারা হোটেল কর্তৃপক্ষকে এ বিষয়ে দায়ী করেন তিওয়ারি।
Leave a Reply