সুমন আহমদ: ছবি তোলার অনুমতি দিয়ে লন্ডনে দুই যুবকের কাছে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তবে কোন ধরনের নাশকতা ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লন্ডনে স্থানীয় সময় সোমবার রাতে একটি টেলিভিশন টক শোতে অংশ নিতে এটিএন বাংলার স্টুডিওতে যান মন্ত্রী। এ সময় দুই যুবক মন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য পীড়াপীড়ি করলে তিনি অনুমতি দেন। যুবকরা মন্ত্রীর কাছাকাছি গিয়ে হৈচৈ ও কটূক্তি করে। এ সময় এটিএন বাংলার কর্মকর্তা-কর্মচারী ও নিরাপত্তাকর্মীরা এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়। এরপর মন্ত্রী টকশোতে অংশ নিয়ে হোটেল কক্ষে ফিরে যান। তথ্যমন্ত্রী লন্ডনে সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন বলে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত: গত ০৫ সেপ্টেম্বর লন্ডনে পৌছান হাসানুল হক ইনু। এরমধ্যে তিনি লন্ডন থেকে সুইজারল্যান্ড যান এবং আবার লন্ডন ফিরে আসেন। লন্ডন সফর শেষে আগামী ১২ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। লন্ডনে তথ্যমন্ত্রী হামলার শিকার হয়েছেন বলে কয়েকটি সংবাদ প্রকাশের পর গণমাধ্যমে কাছে বিস্তারিত তুলে ধরতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিজ্ঞপ্তি দেয়া হলো।