ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, তার দেশের আসন্ন নির্বাচনের পর বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। তবে নির্বাচনের পর নতুন প্রেসিডেন্ট কিভাবে বিশ্ব ক্ষমতার ভারসাম্য বদলাবেন তা তিনি স্পষ্ট করেননি। ইরানের একদল গভর্নর জেনারেলের সঙ্গে মিলিত বৈটকে তিনি এ কথাগুলো বলেন। তিনি আরো বলেন, ইসলামী বিপ্লব তার পথে বলিষ্ঠভাবে এগিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। ইরানি জনগণের জন্য কাজ করতে পারার সুযোগ পাওয়ায় তিনি সরকারি কর্মকর্তাদেরকে আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য পরামর্শ দেন।
আগামী জুনে ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচনে ড. আহমাদিনেজাদ অংশ নিতে পারবেন না। এরই মধ্যে তিনি দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের বিরুদ্ধে শত্রুরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছে কিন্তু ইরানি জাতিকে নতজানু করা যায়নি উলেখ করে আহমাদিনেজাদ বলেন, বিশ্ব ঘটনাবলীর দিকে নজর দিলে আমরা দেখব সঠিক পথ দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। আর ইরান তার কৌশল বুদ্ধি দিয়ে ইসলামী বিপ্লবের লক্ষ্য অর্জন করেই ছাড়বে ইনশাআল্লাহ।
Leave a Reply