মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৬

রাস্ট্রপতির চিঠি: তিন বাঙালির মৃত্যুদণ্ড স্থগিত সৌদি আরবে

রাস্ট্রপতির চিঠি: তিন বাঙালির মৃত্যুদণ্ড স্থগিত সৌদি আরবে

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) কর্তৃপক্ষ তিন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের অব্যাহত প্রচেষ্টার ফলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া স্থগিত করানো সম্ভব হয়েছে।

ওই তিন বাংলাদেশির নাম মোহাম্মদ নায়েব আলী, কামরুল ইসলাম ও আতিক আশরাফ হোসেন। গত ২২ জানুয়ারি শারজাহ কেন্দ্রীয় কারাগারে ফায়ারিং স্কোয়াডে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। খালিজ টাইমস পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নারীসংক্রান্ত এক বিরোধকে কেন্দ্র করে ওই তিন বাংলাদেশি ২০০৭ সালের ২ জুলাই অন্য এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করে।

রাষ্ট্রপতি আবদুল হামিদ গত ১ জানুয়ারি ওই তিন বাংলাদেশির মৃত্যুদণ্ড স্থগিত করতে ইউএইর প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানকে অনুরোধ জানিয়ে চিঠি লিখেছিলেন। ওই চিঠি পাওয়ার পরপরই ইউএই কর্তৃপক্ষ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করে নিহতের পরিবারের সঙ্গে সমঝোতার জন্য ছয় মাসের সময় দেয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025