রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ২০ দেশের রাষ্ট্রদূতের কক্সবাজারে ভ্রমণ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ ২০ দেশের রাষ্ট্রদূতের কক্সবাজারে ভ্রমণ

শীর্ষবিন্দু নিউজ: বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট পরিদর্শন করতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ভ্রমন করছেন বিশ্বের ২০টি দেশের রাষ্ট্রদূতরা। সোমবার দুপুর ১২টার দিকে বিমানে করে নেপাল, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান,  নেদারল্যান্ড, তুরস্ক, রাশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়াসহ ২০টি দেশের রাষ্ট্রদূতরা কক্সবাজার পৌঁছান। তাদের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম কক্সবাজারে  অবস্থান করছেন।

রাষ্ট্রদূতরা জেলার কলাতলী সমুদ্র সৈকত এলাকার একটি হোটেলে অবস্থান করছেন। সেখান থেকে ইনানী সমুদ্র সৈকতে ভ্রমণে যান তারা। ইনানী সৈকতে রাষ্ট্রদূতরা বিচ ভলিবল এবং ঘুড়ি উড়িয়ে আনন্দ করেন। এছাড়া, সন্ধ্যায় সমুদ্র সৈকত সংলগ্ন একটি রিসোর্টে বিশেষ পার্টিতে অংশ নেবেন রাষ্ট্রদূতরা। বুধবার সকালে বিমানযোগে তারা কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে।

জেলা প্রশাসন কর্মকর্তারা জানান, আজ ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারা কক্সবাজার অবস্থান করবেন। এর মধ্যে মঙ্গলবার সকালে রামু বৌদ্ধ বিহার পরিদর্শন, বৌদ্ধ সম্প্রদায়ের মঠ পরিদর্শন, দুপুরে কক্সবাজার শহরের মৎস্য অবতরণ কেন্দ্র, বিকালে মৎস্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র পরিদর্শন করবেন তারা।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025