রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১২:০১

রোগীর মূত্রাশয়ে আধা পাউন্ড ওজনের চর্বির ডিম

রোগীর মূত্রাশয়ে আধা পাউন্ড ওজনের চর্বির ডিম

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: টানা ২০ বছর ধরে মূত্রাশয়ের সমস্যায় ভুগছেন এক রোগী। বিভিন্ন পরীক্ষায় কিছুই ধরা পড়েনি। অবশেষে ওয়াশিংটন ডিসির ভেটেরান অ্যাফেয়ার্স মেডিক্যাল সেন্টার এর এক চিকিৎসক রোগীর মূত্রথলীতে খুঁজে পেলেন ডিমের আকার ও আকৃতির চর্বির এক পিণ্ড।

টমোগ্রাফি (সিটি) স্ক্যান করা হয় অজ্ঞাতনামা রোগীর মূত্রাশয় ও শ্রোণিচক্রে। এতেই পাওয়া যায় ডিমের মতো পিণ্ডটি। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পিণ্ডটি খুব স্বাভাবিকভাবেই এদিক ওদিক নড়াচড়া করেছে। এটি মসৃণ, নরম রাবারের মতো। ৭.৭ আউন্স ওজনের পিণ্ডটির আয়তন ৩.৯ ইঞ্চি x ৩.৭ ইঞ্চি x ২.৯ ইঞ্চি।

এই পিণ্ডটি চর্বির ছোট ছোট কণা দিয়ে তৈরি হয়েছে। এসব কথা দেহের বিভিন্ন স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছে। জর্জটাউন হসপিটালের গবেষক ড. র‍্যাচেল সাসম্যান জানান, এই পিণ্ডটি ক্ষতিকারক নয়। অপারেশনের মাধ্যমে এটি বের করার পর রোগীর মূত্রাশয়ের যাবতীয় সমস্যা ভালো হয়ে যায়। পিণ্ডটি যদি অনেক ছোট হতো তবে হয়তো রোগীর কোনো সমস্যাই হতো না। কিন্তু এর আকার বড় হওয়াতে এই অবস্থা হয়েছে।

চিকিৎসকরা জানান, মূত্র ত্যাগে নিয়মিত সমস্যা হওয়া ছাড়া রোগীর আর কোনো ক্ষতিই হয়নি। এখন পিণ্ডটি নিয়ে পরবর্তী গবেষণার কাজ এগিয়ে যাচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2025