শীর্ষবিন্দু নিউজ: বহুল আলোচিত বাংলাদেশের পদ্মা সেতুতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীন সরকার। জটিলতার আবর্তে থাকা পদ্মা সেতু নির্মাণে ২৪০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় চীন যা প্রকল্পের মোট ব্যয়ের প্রায় ৭৫ শতাংশ। চীনের বিনিয়োগ প্রস্তাব নিয়ে মঙ্গলবার এক আলোচনার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের একথা জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, জি টু জি (দুই সরকারের মধ্যে) ভিত্তিতে এ সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে এ কোম্পানি। প্রস্তাবটি আগেই দেয়া হয়েছে, আজ শুরু আনুষ্ঠানিকভাবে কথা বলা হয়েছে। বিওওটি (বিল্ড, ওউন, অপারেশন, ট্রান্সফার) পদ্ধতিতে পদ্মা সেতু নির্মাণের প্রস্তাব এর অর্থ হলো সেতু নির্মাণের পর অর্থ তুলে নেয়া পর্যন্ত তাদের কর্তৃত্বে থাকবে এই সেতু। অর্থ তুলে নেয়ার পর তা তারা হস্তান্তর করবে। চীনের প্রস্তাব বিশ্ব ব্যাংকের চেয়ে খারাপ কিছু হবে না। এই প্রকল্পে বিদেশি বিনিয়োগ হলে ভালো হয়। চীনের প্রস্তাব গ্রহণ করলে সেতু তৈরিতে অর্থ দিতে গিয়ে সরকারের ওপর যে চাপ পড়বে তা লাঘব হবে বলে মনে করছেন তিনি।
Leave a Reply