শীর্ষবিন্দু নিউজ: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) গ্লোবাল করাপশন ব্যারোমিটার ২০১২ অনুযায়ী দেশের ৬০ শতাংশ মানুষ মনে করছেন মাত্রা বেড়েছে দুর্নীতির। গত দু’বছরে দেশে দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ব্র্যাক ইন সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবির এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক ‘দুর্নীতিবিরোধী সংস্থা’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মঙ্গলবার সারা বিশ্বে একযোগে এই প্রতিবেদন প্রকাশ করে। এ জরিপে সরকারি খাতের দুর্নীতি বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। জনগণের ধারণা মতে বাংলাদেশে রাজনৈতিক দল, পুলিশ ও বিচার-ব্যবস্থা সর্বোচ্চ দুর্নীতি প্রবণ খাত।
প্রতিবেদন পাঠ করেন টিআইবি গবেষক সোহানুর রহমান ও রফিকুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ-এর (টিআইবি)নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। টিআইয়ের দুর্নীতি বিষয়ক বৈশ্বিক জরিপের ফলাফল উপস্থাপন করেন তিনি।
Leave a Reply