বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত মাছ ধরার ফলে সার্বিকভাবে ইলিশ মাছের সংখ্যা কমে যাচ্ছে। তাই ইলিশের নিরাপদ প্রজনন ও বাসস্থান নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞরা। বুধবার ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের (আইএএনএস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জাটকা ইলিশ ধরা ইলিশের গতিপথরোধী বাঁধ ইত্যাদি সমস্যার সমাধানের মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হবে বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারতে ইলিশের উৎপাদন ২০০১ সালে ৮০ হাজার টন থাকলেও ২০১২ সালে তা মাত্র ১২ হাজার টনে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে, প্রজননের সময় ইলিশ ধরা নিষিদ্ধ ও অভয়ারণ্য প্রতিষ্ঠার সুফল হিসেবে বাংলাদেশে ইলিশের উৎপাদন উল্লেখজনক হারে বেড়েছে। বাংলাদেশকে অনুসরণ করে সম্প্রতি ভারতও পশ্চিমবঙ্গে তিনটি ইলিশ অভয়ারণ্য ঘোষণা করেছে। এর ফলে জেলেরা মৌসুম ছাড়া ইলিশ ধরতে পারবে না। প্রজননের মৌসুমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মাছ ধরা বন্ধ করে দুই দেশেই ইলিশ সংরক্ষণ সম্ভব। অধ্যাপক হাজরা এ ব্যাপারে বলেন, জাটকা ও প্রজননক্ষম ইলিশ রক্ষার জন্য বাংলাদেশ ও ভারতে একই সময়ে ইলিশ ধরা বন্ধ করা উচিত। দুই দেশের একসঙ্গে এ সংক্রান্ত উদ্যোগ হাতে নেওয়া প্রয়োজন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
কলকাতার জয়দেবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ সুগত হাজরা এ বিষয়ে বলেন, ইলিশের সংখ্যা কমে যাওয়ার মূল কারণ সাগর থেকে পর্যাপ্ত পরিমাণের চেয়ে বেশি মাছ ধরা। এ বিষয়ে কোনো চাপ কিংবা নজরদারিও নেই। বিশ্বের মোট ইলিশ অর্ধেকই উৎপাদিত হয় বাংলাদেশ। চারভাগের একভাগ সরবরাহ করে ভারত।
Leave a Reply