শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৮:৫২

সেনাবাহিনী ছাড়া নির্বাচনের প্রস্তুতি নিতে ডিসিদের নির্দেশ সরকারীদল আওয়ামীলীগের

সেনাবাহিনী ছাড়া নির্বাচনের প্রস্তুতি নিতে ডিসিদের নির্দেশ সরকারীদল আওয়ামীলীগের

 

 

 

 

 

 

 

 

 

শীর্ষবিন্দু নিউজ: সেনাবাহিনী মোতায়েন ছাড়াই আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আর এ লক্ষ্যে জেলা প্রশাসকদের(ডিসি) প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার বিকেলে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের পঞ্চম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় সরকারের উদাহরণ টেনে সৈয়দ আশরাফ বলেন, আমাদের স্থানীয় সরকারকেও শক্তিশালী করতে চাই। এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও জেলা প্রশাসকদের কথা হয়েছে। দীর্ঘদিন কেন্দ্রীয় সরকার সব অর্থ যোগান দেবে এটা ঠিক নয়। স্থানীয় সরকারকেই তার অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে হবে।

সৈয়দ আশরাফ বলেন, আমি দৃঢ়ভাবে বলছি, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। সেই নির্বাচনে সবাই অংশ নেবে। আর নির্বাচনের ফলাফল জাতি গ্রহণ করবে। এ সরকারের আমলে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন সেনাবাহিনী ছাড়াই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত  হয়েছে। একইভাবে আগামী জাতীয় নির্বাচন করাও সম্ভব।

প্রধান বিরোধী দলের আপত্তির মুখেও সেটি কিভাবে সম্ভব এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আমি অতীত অভিজ্ঞতা থেকে বলছি, সব দলই আগামী নির্বাচনে অংশ নেবে। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, যেভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে আপনারা সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন উপহার দিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনও সেভাবে সুষ্ঠু করতে ও  নির্বাচন কমিশনকে সহায়তা করতে আপনারা সর্বাত্মক প্রস্তুতি নিন।

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2024