শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৪০

শেয়ার লেনদেনে চড়ছে চাঙ্গা

শেয়ার লেনদেনে চড়ছে চাঙ্গা

/ ৩৪৭
প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ মে, ২০১৪

শীর্ষবিন্দু নিউজ: দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেনে বেশ গতি লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে বাড়ছে অধিকাংশ শেয়ার দর। এদিন লেনদেনের দ্বিতীয় ঘণ্টাতেই ডিএসইর লেনদেন ২০০ কোটি টাকা ছাড়িয়ে যায়।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে দাঁড়ায়। এছাড়া ডিএস-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮ পয়েন্টে স্থির হয়।মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লেনদেনের শুরু থেকেই ডিএসইর মূল্যসূচক বাড়তে থাকে। বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৮ পয়েন্ট হয়। এছাড়া ডিএস-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬ পয়েন্টে স্থির হয়। বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে ওঠে আসে।

এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১ পয়েন্টে স্থির হয়। এরপর সূচক কিছুটা কমে যায়। দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৯ পয়েন্টে ওঠে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯ পয়েন্টে স্থির হয়। এভাবেই চলছে লেনদেন।দুপুর ১টা পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।এ সময়ে লেনদেন হয়েছে মোট ২৭১ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৩৬৮ কোটি ১৪ লাখ টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- গ্রামীণফোন, বিচ হ্যাচারি, ইউসিবিএল, এমারেল্ড ওয়েল, সেন্ট্রাল ফার্মা, অলিম্পিক, মতিন স্পিনিং, এসিআই, স্কয়ার ফার্মা ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।এদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ০৭ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ৭৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৪৭ পয়েন্টে পৌঁছে। তবে সিএসই-৩০ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৮১ পয়েন্টে অবস্থান করে।এ স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দাম।লেনদেন হয়েছে মোট ১৭ কোটি ৬৬ লাখ টাকা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2024