শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ১২:০৭

লন্ডনে চুরি হওয়া আইফোনের খোঁজে ৪০ হাজার মোবাইল পাচারের চক্র গ্রেফতার

লন্ডনে চুরি হওয়া আইফোনের খোঁজে ৪০ হাজার মোবাইল পাচারের চক্র গ্রেফতার

যুক্তরাজ্য থেকে চুরি হওয়া মোবাইল ফোন চীনে পাচার করার ঘটনায় যুক্তরাজ্যের পুলিশ একটি আন্তর্জাতিক চক্রকে ধরেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

পুলিশের ধারণা, চক্রটি গত বছর ৪০ হাজারের মতো চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এটি যুক্তরাজ্যে মোবাইল ফোন চুরির ঘটনায় এখন পর্যন্ত চালানো সবচেয়ে বড় অভিযান। অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে এবং দুই হাজারের বেশি চুরি যাওয়া ডিভাইস উদ্ধার করা হয়েছে।

পুলিশ মনে করছে, লন্ডনে চুরি হওয়া মোট ফোনের প্রায় অর্ধেকই বিদেশে পাচার করা হয়েছে।

চুরি হওয়া ফোনের অনুসন্ধান শুরু হয়, যখন এক ভুক্তভোগী তার আইফোন ইলেকট্রনিক পদ্ধতিতে ট্র্যাক করেন। গোয়েন্দা পরিদর্শক মার্ক গ্যাভিন জানিয়েছেন, ‌‘ঘটনাটি বড়দিনের আগের দিন ঘটে।

হিথরো বিমানবন্দরের কাছে একটি গুদামে ফোনটি শনাক্ত করা হয়। নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করলে একটি বাক্সে ফোনটি পাওয়া যায়। ওই বাক্সে আরও ৮৯৪টি ফোন ছিল।

পরে ফরেনসিক পরীক্ষা ও তদন্তে দুই আফগান নাগরিককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়। গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় কয়েক ডজন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া, তাদের সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান থেকে আরও দুই হাজারের মতো চুরি যাওয়া ডিভাইস উদ্ধার করা হয়। পরে একই ধরনের অভিযোগে ২৯ বছর বয়সী এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

গত সপ্তাহে চুরি যাওয়া মালপত্র পরিচালনা ও চুরির ষড়যন্ত্রের অভিযোগে আরও ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন ছাড়া সবাই নারী, যার মধ্যে একজন বুলগেরীয় নাগরিকও রয়েছেন।

পুলিশের বডিক্যাম ফুটেজে দেখা যায়, ধূসর গাড়ির পেছনের আসনে ও ফয়েল পেপারে মোড়ানো অবস্থায় অনেকগুলো মোবাইল ফোন রাখা ছিল।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, লন্ডনে চুরি যাওয়া মোবাইল ফোনের সংখ্যা গত চার বছরে প্রায় তিন গুণ বেড়ে ৮০ হাজার ৫৮৮-এ পৌঁছেছে। চুরি হওয়া মোট ফোনের তিন-চতুর্থাংশই লন্ডনে। বিশেষত পর্যটনকেন্দ্র ওয়েস্ট অ্যান্ড ও ওয়েস্ট মিনস্টারের এলাকায় ফোন ছিনতাই ও চুরি বেশি হয়ে থাকে।

উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, অপরাধী চক্রটি বিশেষভাবে অ্যাপলের ফোনকে চুরির লক্ষ্য করে, কারণ এগুলো বিদেশে বেশি লাভজনক। পুলিশ জানিয়েছে, চোরেরা প্রতি হ্যান্ডসেটের জন্য সড়কে ৩০০ পাউন্ড প্রদান করে, যেখানে চীনে এগুলোর দাম পৌঁছায় প্রায় চার হাজার পাউন্ড পর্যন্ত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025