রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৭:৫৮

পরিবর্তিত পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় কাজ করতে চায় ইক্বরা ইন্টারন্যাশনাল

পরিবর্তিত পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় কাজ করতে চায় ইক্বরা ইন্টারন্যাশনাল

লন্ডনের এক অভিজাত রেস্তোরায় আন্তর্জাতিক চ‍্যারিটি সংস্থা ইক্বরা ইন্টারন্যাশনালের ফাউন্ডার ডোনার, পেট্রন ও উপদেষ্টাদের ‘ইক্বরা ইন্টারন্যাশনালের সাথে এক সন্ধ্যা’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি শাহ রেদোয়ান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে  চ‍্যারিটির কার্যক্রম তুলে ধরেন ইক্বরা ইন্টারন্যাশনালের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ আব্দুল লতিফ এবং পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ট্রাস্টি ও দারুল উম্মাহ মসজিদের ইমাম আবুল হাসনাত চৌধুরী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইক্বরা ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ‍্যাপ্টারের চেয়ার বিশিষ্ট সাংবাদিক মুকতাবিস উন নূর। অনুষ্টানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল কাদের সালেহ, ইক্বরা ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারি বদরুজ্জামান বাবুল, আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমীন চৌধুরী, সমাজসেবক হেলাল উদ্দীন, আলা উদ্দীন প্রমূখ।

সুহার্দ্যপূর্ন পরিবেশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণকারী দাতা, পেট্রন, এডভাইজার ও শুভানুধ্যায়ীরা তাদের মতামত ও পরামর্শ তুলে ধনেন। সাংবাদিক মুকতাবিস উন নূর বাংলাদেশের কার্যক্রমের ব্রিফিং দেন।

সভাপতির বক্তব্যে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ইক্বরা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ব‍্যারিস্টার নাজির আহমদ বলেন, বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে আর্তমানবতার সেবায় কাজ করার অবারিত সুযোগ এসেছে। দাতাদের সহায়তা আমাদের কার্যক্রমের প্রাণ। এডভাইজার ও প্রেট্রনদের মূল্যবান পরামর্শ আমরা সাদরে গ্রহণ করি।

ব্যারিস্টার নাজির আহমদ আরো বলেন, হাঁটি হাঁটি পা পা করে ইক্বরা ইন্টারন্যাশনাল ২৯টি বছর পার করেছে। বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে আর্ত-মানবতার সেবায় ইক্বরা ইন্টারন্যাশনাল এগিয়ে এসেছে।

আপনাদের দেয়া দান বিশ্বস্ততার সাথে সঠিক জায়গায় পৌঁছাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আপনাদের সাহায্য ও সহযোগিতা অব্যাহত থাকলে ইক্বরা ইন্টারন্যাশনাল দুস্থ ও অসহায়দের সহায়তায় অনন‍্য উচ্চতায় পৌঁছতে পারবে বলে আশা রাখি। ডিনারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025