দাওয়াতুল ইসলাম ইউকে এন্ড আয়ারল্যান্ড এর লুটন শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ১৪ই সেপ্টেম্বর রবিবার লুটনের বূশমিড এলাকার তাপাশ রেস্টুরেন্টে এক সভায় লুটনের ২০২৫-২০২৭ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শাখার সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে মোঃ মইনুল ইসলাম ইলিয়াসী পূনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
লুটনের সাতজন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন দাওয়াতুল ইসলামের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল মুকিত এবং দাওয়াতুল ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব খলিলুর রহমান।
মাওলানা ইমাম নূরুল রহমান এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভার কাজ শুরু হয়। এ সময় লুটন শাখার সভাপতি সূচনা বক্তব্য রাখেন এবং পরে নির্বাচন কমিশনের কাছে সভা পরিচালনার দায়িত্ব হস্তান্তর করেন।
নির্বাচন কমিশন ফলাফল ঘোষণার পর সভাপতির শপথ পাঠ করান নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল মুকিত। দোয়া ও আপ্যায়নের মাধ্যমে উক্ত সভার কাজ সম্পন্ন হয়।
Leave a Reply