শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৮:১৩

অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত নিতে যুক্তরাজ্যের হুঁশিয়ারি

অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত নিতে যুক্তরাজ্যের হুঁশিয়ারি

যুক্তরাজ্যের নীতির কঠোরতা প্রমাণ করে, এবার শুধু হুঁশিয়ারি নয়, বাস্তব পদক্ষেপ নিতে বদ্ধপরিকর দেশটির সরকার। 

যুক্তরাজ্যের কর্মকর্তারা জানান, ভারতীয়দের ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়ার হার সর্বাধিক। শুধু গত বছরই হাজার ৩৯৫ ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে।

পাকিস্তানের ক্ষেত্রেও সংখ্যা বেশি হলেও দেশটি সব নাগরিককে ফেরত নিতে অনীহা দেখাচ্ছে। অন্যদিকে নাইজেরিয়া সবচেয়ে বেশি অনাগ্রহী।

যদিও গত বছরই হাজারের বেশি নাগরিক ফেরত পাঠানো হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান নাইজেরিয়ার ওপর এই নীতির চাপ স্পষ্ট।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্যের আগ্রাসী নির্বাসন কার্যক্রমে এসব দেশের পূর্ণ সহযোগিতা জরুরি। ইতোমধ্যে আটক কেন্দ্র বাড়ানো, নতুন কর্মী নিয়োগ এবং চার্টার্ড ফ্লাইটে নির্বাসন কার্যক্রম চালু করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025