সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৫

হেতিমগঞ্জ আইডিয়ালের নতুন বছরের একাডেমিক ক্যালান্ডার উন্মোচন

হেতিমগঞ্জ আইডিয়ালের নতুন বছরের একাডেমিক ক্যালান্ডার উন্মোচন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজারস্থ জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদরাসার ২০২৬ সালের একাডেমিক ক্যালেন্ডার উন্মোচন করা হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এর সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার এহতেশামুল আলম জাকারিয়া।

জামেয়ার প্রিন্সিপাল মুহিবুল্লাহ হোসনেগীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া আইডিয়াল দাখিল মাদরাসার উপদেষ্টা, লন্ডন এডুকেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট লেখক, গবেষক ও সংগঠক আব্দুল মুনিম জাহেদী ক্যারল।

তিনি বলেন, এই ফেতনার যুগে প্রত্যেকটি এলাকায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জরুরি। মাদক ও অপরাধমুক্ত সুন্দর সমাজ বিনির্মাণে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। এই মাদরাসার জন্য তথা মাদরাসার শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে আমার সার্বিক সহযোগিতা রয়েছে। মাদরাসাটিকে আগের চেয়ে অনেকগুণ বেশি আধুনিকায়ন করা হয়েছে। পাঠের পাশাপাশি প্রযুক্তি শিক্ষা ব্যবস্থা রয়েছে। যেখান থেকে শিক্ষার্থীরা কম্পিউটারে হাতেখড়ি পাবেন। বেসিক শেখার সাথে কম্পিউটারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও জানতে পারবেন।

মাদরাসার শিক্ষা ব্যবস্থার উত্তরোত্তর উন্নতির জন্য তাঁর সাহায্যের হাত সব সময় প্রসারিত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

মাদরাসা শিক্ষার্থী হাফিজ ফাহিম আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান, যুক্তরাজ্যস্থ ওয়েস্ট অব স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, বিশিষ্ট কৃত্তিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের ভিজিটিং প্রফেসর ড. এএসএম আশরাফ মাহমুদ, যুক্তরাজ্যস্থ লন্ডন মুসলিম সেন্টারের সাবেক ডিরেক্টর দিলওয়ার হোসেন খান।

আরো উপস্থিত ছিলেন, জামেয়ার সিনিয়র শিক্ষক আহমান আলী, হাফিজ মাওলানা গোলাম কিবরীয়া, হাফিজ মাওলানা মাশুদ আহমদ, আব্দুল আহাদ চৌধুরী কাওসার, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা জুনেদ আহমদ, মাওলানা আবুল হাসান, শহীন আহমদ, আহমদ, হাফিজ মাওলানা হেলাল আহমদ, হাফিজ মাওলানা শামসুদ্দিন, মাহাদ আহমদ, প্রমূখ।

এছাড়াও, মাদরাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ প্রায় ৪ শত মানুষ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025