বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা চলমান রেখেছে ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকে। এরই ধারাবাহিকতায় সিলেটের বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নে গরীব অসহায় দুস্থ মানুষদের নিয়ে আয়োজন করেছেন ফ্রি চক্ষু শিবির ক্যাম্প।
মঙ্গলবার সকালে ইউনিয়নের মাটিজুরা গ্রামের জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা মাদ্রাসায় অনুষ্ঠিত ফ্রি চক্ষু শিবিরে প্রায় ২৫০ জন রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।
চক্ষু শিবিরে চলাকালে পরিদর্শনে আসেন ভিশন কেয়ার ফাউন্ডেশন ইউকের অন্যতম ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী শামসুল হক এহিয়া, জামেয়া আশরাফিয়া ইসলামনগর মাটিজুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা জুবায়ের আহমদ, যুক্তরাজ্য প্রবাসী হাজী শামসুল হক সউফ উদ্দিন, ইটালি প্রবাসী খসরুজ্জামান, মো: হেলাল উদ্দিন ও মো: রেদওয়ান হোসেন সহ আরো অনেকে।
আয়োজিত চক্ষু শিবিরে চোখে ছানিপড়া, দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রকার চোখের রুগীদের বিনামূল্যে ঔষধ, চশমা, এবং ছানি অপারেশনের জন্য ভার্ড চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১১ জন রুগীকে ছানি অপারেশন করা হয়।
ফ্রি চক্ষু শিবিরে চিকিৎসা প্রদান করেন সিলেটের ভার্ড চক্ষু হাসপাতালের চিকিৎসক টিম ও আর্থিক সহযোগিতা করেন আব্দুন নুর, মোঃ দিলওয়ার হোসেন, তালাত সিদ্দিকী, সেলিম উদ্দিন আহমদ, আবু তাহের, ফারুক মিয়া, সামছুল হক এহিয়া, খলিলুর রহমান, সুলতান হায়দার জসিম, সুহেল উদ্দিন ও এম এ মুনিম জাহেদী ক্যারল।
Leave a Reply