সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৭

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিত

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য মার্কিন ভিসা স্থগিত

বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তবে মুখপাত্র এই প্রক্রিয়ার বিস্তারিত কিছু জানাননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভিসা স্থগিতের খবর প্রথম প্রকাশে করেছিল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দফতরের একটি মেমো অনুযায়ী, প্রক্রিয়া পর্যালোচনা চলাকালীন সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসগুলোকে ভিসা প্রত্যাখ্যান করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে কোনও সময়সীমার কথা উল্লেখ করা হয়নি।

ভিসা স্থগিত হওয়া ৭৫টি দেশের তালিকায় রয়েছে: বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোজ, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, আইভরি কোস্ট, কিউবা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মেসিডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তাঞ্জানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, যারা যুক্তরাষ্ট্রে এসে জনকল্যাণমূলক সুযোগ-সুবিধা বা সরকারি সাহায্যের ওপর নির্ভরশীল হতে পারেন (পাবলিক চার্জ), তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ।

নির্দেশনা অনুযায়ী, বয়স্ক বা অতিরিক্ত ওজনের অধিকারী আবেদনকারী এবং যারা অতীতে সরকারি নগদ সহায়তা নিয়েছেন, তাদের ভিসা আবেদন নাকচ করা হতে পারে। অভিবাসন প্রক্রিয়া পর্যালোচনার এই সময়ে ব্যতিক্রমী ভিসা প্রদানের সুযোগ থাকবে অত্যন্ত সীমিত।

ক্ষমতা গ্রহণের পর থেকেই ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থান নিয়েছেন। গত নভেম্বরে হোয়াইট হাউজের কাছে এক আফগান নাগরিকের গুলিতে ন্যাশনাল গার্ড সদস্য নিহত হওয়ার পর ট্রাম্প তথাকথিত ‘তৃতীয় বিশ্বের দেশগুলো’ থেকে অভিবাসন বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025