সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৬

সিলেট থেকে বিএনপি’র নির্বাচনী প্রচারণা শুরু

সিলেট থেকে বিএনপি’র নির্বাচনী প্রচারণা শুরু

আধ্যাত্মিক নগরী সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যা রাতে সিলেট পৌঁছেই তিনি হযরত শাহজালাল ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।

আর মাজার জিয়ারতের মধ্যদিয়ে মূলত বিএনপির আনুষ্ঠানিক প্রচারপর্ব শুরু হলো। আজ নগরের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী প্রথম সমাবেশে ভাষণ দেবেন তিনি। এরপর সিলেট থেকে ঢাকার যাত্রাপথে তিন বিভাগের ৭টি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

সিলেটের পর দুপুর ১টায় মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠ, দুপুর আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন উপজেলা পরিষদ মাঠ, বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুট্টাপাড়া খেলার মাঠ, বিকাল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম, সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌরপার্ক ও রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখান থেকে গুলশানের বাসায় ফিরবেন তিনি।

বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র চেয়ারম্যান হওয়ার পর এবার প্রথমবারই ঢাকার বাইরে গেলেন তারেক রহমান। সন্ধ্যায় পৌনে ৭টায় গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল বিমানবন্দর পৌঁছেন। রাত সোয়া ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হয়ে রাত সোয়া ৮টার দিকে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

বিমানবন্দরে জেলা বিএনপি’র সভাপতি কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছসহ নেতারা বিএনপি’র চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। সেখান থেকে সবার আগে বাংলাদেশ লেখা বুলেট প্রুফ বিশেষ বাসে সোজা চলে যান ওলিকুল শিরোমনি হযরত শাহজালাল (র.) মাজারে। মাজার জিয়ারত শেষে নফল নামাজ আদায় করেন তিনি।

এরপর মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এমএজি ওসমানীর কবর জিয়ারত করেন তিনি। প্রায় ২১ বছর পর তিনি সিলেটে এলেন। অনেক আবেগ, অনেক উচ্ছ্বাস তাকে ঘিরে। নেতাকর্মীদের ভিড়। শাহজালাল (র.) মাজার জিয়ারতের পর তিনি হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন। রাত ১০টায় যান সিলেট শহরতলীর সিলাম ইউনিয়নের বিরাহীমপুরে শ্বশুরবাড়িতে। প্রাসাদসম এক বাড়ি। বাড়ির মালিক নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক মন্ত্রী রিয়াল এডমিরাল (অব.) মাহবুব আলী খান। তারেক রহমানের শ্বশুর তিনি। তারেক রহমান শ্বশুরবাড়ি যাবেন সেটির আয়োজন চলে খুব গোপনে। জুবাইদা রহমান স্বামীর সঙ্গে এতোদিন ছিলেন লন্ডনে। ঢাকায় যাওয়া-আসা করেন। তিনি প্রায় ২১ বছর এই বাড়িতে আসেননি। ২০০৪ সালে তারেক রহমান যখন ‘তৃণমূল বিএনপি সম্মেলনে’ সিলেটে এসেছিলেন তখন একবার আসা হয়েছিল। এরপর থেকে বাড়িতে কেউ ছিলেন না। স্বজনরাই দেখভাল করতেন। তারেক রহমানের সঙ্গে সিলেটে এসেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শ্বশুরবাড়ির এবারের আয়োজন জামাইবরণ নয়। দোয়া মাহফিলের আয়োজন। সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনের প্রস্তুতি সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে। ৩৯ ডেগ শিরনি রান্না করা হয়েছে। তারেক রহমান সিলেট বিমানবন্দরের পাশে একটি পাঁচতারকা হোটেলে রাত যাপন করেন। আজ সকালে তিনি প্রথমে হোটেলের বলরুমে অরাজনৈতিক তরুণদের সঙ্গে কথা বলবেন। প্রথম ভোটার হিসেবে তাদের কাছ থেকে শুনবেন আগামী বাংলাদেশের প্রত্যাশা। বেলা সাড়ে ১১টায় নগরের আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন তিনি।

সিলেট জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী জানিয়েছেন, এ সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশে দু’টি জেলার ১১ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেয়া হবে।

কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানিয়েছেন, সিলেটের সমাবেশ শেষ করে সড়ক পথে ঢাকার পথে রওনা দেবেন তারেক রহমান। ফেরার পথে সিলেট বিভাগের মৌলভীবাজারের আইনপুরে ও হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এ দুই সমাবেশে তিনি জেলার প্রার্থীদের জনতার মাঝে পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমানের সফরকে ঘিরে সিলেটে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

গতকাল সকাল থেকে আলীয়া মাদ্রাসা মাঠ ও মাজার এলাকায় সাদা  পোশাকে পুলিশ অবস্থান নেয়। নিরাপত্তা তল্লাশি করা হয় মাঠের বিভিন্ন এলাকা। নিরাপত্তা প্রসঙ্গে নগর পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন- তারেক রহমান যে যে এলাকায় যাবেন, সফর ও সমাবেশ করবেন সবখানেই তাকে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হচ্ছে। সিলেট নগর এলাকা থেকে বের হওয়ার পর জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করা হবে।

তিনি বলেন, সিলেটে মাজার জিয়ারত ও সমাবেশের জন্য পর্যাপ্ত পুলিশ নিরাপত্তায় রয়েছে। প্রয়োজনে আরও বাড়ানো হবে বলে জানান তিনি। এদিকে, তারেক রহমান সিলেটে পৌঁছার আগে গতকাল দুপুর থেকে মিছিলের নগরে পরিণত হয় সিলেট নগর। বিএনপিসহ অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাকে স্বাগত জানিয়ে মিছিল বের করা হয়। প্রতিটি মিছিলের গন্তব্য ছিল সমাবেশস্থল নগরের আলীয়া মাদ্রাসা মাঠ।

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই সিলেট নগরে অবস্থান নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মাঠেও আছে অবস্থান। বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিন মিলন জানিয়েছেন, আমরা যতটা না উচ্ছ্বসিত তার চেয়ে বেশি উচ্ছ্বসিত সাধারণ মানুষ। সমাবেশে যোগ দিতে এবং প্রিয় নেতার ভাষণ শুনতে দলে দলে লোকজন বিকালেই সুনামগঞ্জ থেকে সিলেটে চলে আসেন। রাতে অনেকেই আলীয়া মাদ্রাসা মাঠে অবস্থান করেন।

সিলেটে বিএনপির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রধান নিরাপত্তা কর্মকর্তা একেএম শামসুল আলম, সৈয়দ মঈন উদ্দীন আহমেদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, মিয়া নুরুদ্দীন অপু, সালেহ শিবলী, আহমেদ আলী, কামাল উদ্দীন এবং এএনএম মনোয়ারুল কাদির বিটু।

এদিকে সিলেট সফর শেষে ২৪শে জানুয়ারি চট্টগ্রামে যাবেন তারেক রহমান। পরদিন ২৫শে জানুয়ারি নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। এরপর ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা হয়ে ঢাকায় ফিরবেন। ২৬শে জানুয়ারি বরিশালে যাবেন তারেক রহমান। ওই দিন নগরের বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। পরে বিভাগের বিভিন্ন জেলার নেতাদের সঙ্গে সভা করে মাদারীপুর, ভাঙ্গা ও মুন্সিগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025