সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৫

উলউইচ এলাকায় অতিরিক্ত গরমে বসবাসের অভিযোগে আইনি পদক্ষেপ

উলউইচ এলাকায় অতিরিক্ত গরমে বসবাসের অভিযোগে আইনি পদক্ষেপ

দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচ এলাকায় অতিরিক্ত গরমে বসবাসের অভিযোগ তুলে আইনি পদক্ষেপের হুমকি দিচ্ছেন একদল ভাড়াটিয়া। কানাডা কোর্ট ও ক্লিফটন লজ নামের দুটি আবাসিক ভবনের বাসিন্দাদের দাবি—তাদের ফ্ল্যাটগুলো মানব বসবাসের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে।

বাসিন্দা কিশা জানান, তার টপ-ফ্লোর ফ্ল্যাটে গ্রীষ্মকালে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়, আর স্বাভাবিক দিনেও তাপমাত্রা থাকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তার অভিযোগ, সবচেয়ে গরম ঘরগুলোর জানালা খোলা যায় না, ফলে ভেতরে তাপ আটকে থাকে।

তিনি বলেন, এই ভবনটা অমানবিক। এখানে বয়স্ক, অসুস্থ, শিশু—সবাই থাকেন। কেউই নিজের ঘরে স্বস্তিতে থাকতে পারছেন না। ভাড়াটিয়া সংগঠনের চেয়ারম্যান ক্রিস সাইউদো জানান, ভবনের করিডোরে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। তার অভিযোগ, পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা নেই, ফলে তীব্র গরমের সঙ্গে সঙ্গে ছত্রাক ও স্যাঁতসেঁতে সমস্যা মারাত্মক আকার নিয়েছে।

তিনি বলেন, ঘুমানোই সবচেয়ে বড় সমস্যা। দুই-তিন ঘণ্টার বেশি ঘুম হয় না। ছত্রাকের গন্ধেই বোঝা যায় এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর।

বাসিন্দাদের আইনজীবীদের দাবি, এটি হতে পারে Homes (Fitness for Human Habitation) Act 2018–এর আওতায় অতিরিক্ত তাপমাত্রা নিয়ে প্রথম আইনি মামলা।

তবে হাউজিং অ্যাসোসিয়েশন PA Housing জানিয়েছে, ভবনগুলো নির্মাণের সময়কার সব নিয়ম মেনেই তৈরি করা হয়েছে।

সংস্থাটির প্রধান নির্বাহী মাইকেল ম্যাকডোনাঘ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অনেক বাড়িতেই এখন অতিরিক্ত গরমের সমস্যা দেখা দিচ্ছে। তারা ভবনের ভেতরের তাপমাত্রা পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছেন বলে জানান।

এদিকে, ব্রিটিশ সরকার বলেছে—দেশজুড়ে বাড়িগুলোকে উচ্চ তাপমাত্রার উপযোগী করতে ১৩.২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করা হচ্ছে। ভাড়াটিয়াদের প্রশ্ন—এই উদ্যোগ কবে তাদের ঘরে বাস্তব পরিবর্তন আনবে?




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025