সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৪

মসজিদ-ই আয়েশা (রাঃ)

মসজিদ-ই আয়েশা (রাঃ)

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘মসজিদ-ই আয়েশা (রাঃ)’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ‘ইসলাম বিভাগ প্রধান’ ইমাম মাওলানা নুরুর রহমান।

মসজিদে আয়েশা (রাঃ) মক্কার অন্যতম প্রসিদ্ধ মসজিদ। এটি মসজিদে তানইম নামেও পরিচিত। এই মসজিদ মক্কা শরীফ থেকে প্রায় ৭ কিলোমিটার উত্তরে অবস্থিত।

উম্মুল মুমিনিন হজরত আয়েশা রা. এখান থেকে উমরার ইহরাম বেঁধে উমরা করেছিলেন। পরে সেখানে একটি বিশাল মসজিদ গড়ে উঠে। মসজিদটি ইসলামি শিল্পনৈপুণ্যের এক অনুপম নিদর্শন। এজন্য এটিকে মসজিদে আয়েশা রা. বলা হয়।

মসজিদে তানঈম পবিত্র কাবা থেকে পাঁচ মাইল দূরে আল-হিল অঞ্চলে মসজিদ ও তনিম একটি মসজিদ, এটি মক্কার নিকটে তনিমে, এটি হারামের সীমানা, সুতরাং হজযাত্রীরা ইহরাম বাধতে পারেন। এটি মিকাত নয় তাই এখানে ইহরাম পরা বাধ্যতামূলক নয়।

বিদায় হজের সময় হজরত রাসূলুল্লাহ সা. উম্মুল মুমিনিন হজরত আয়েশা (রা.)কে তার ভাই হজরত আবদুর রহমান (রা.)-এর সঙ্গে হারামের বাইরে এখান থেকে ওমরার ইহরাম বাঁধার জন্য পাঠিয়েছিলেন।

এটি বেশ বড় মসজিদ যা গোছল, অজু ও পরিবর্তনের সুবিধাসমূহ, জন্য এবং যারা নিয়মিত নামাজ পড়তে আসে তাদের জন্য।

মক্কা থেকে এখানে আসতে বাস ভাড়া ২ রিয়াল, আর ট্যাক্সি ভাড়া ৫ রিয়াল। সারাক্ষণ নফল ওমরার ইহরামের জন্য আসা হাজিদের ভিড় থাকে। বিশাল এই মসজিদের দু’টি মিনার ও একটি গম্বুজ অনেক দূর থেকে দেখা যায়। মসজিদটি খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত।

এই মসজিদের সাথে হযরত আয়েশা (রাঃ)-এর একটি বিশেষ ঘটনা জড়িয়ে আছে। হজ্ব ও উমরাহ পালনের সময় তিনি ইহরাম গ্রহণের উদ্দেশ্যে এখানে অবস্থান করেছিলেন। সেই থেকে এ মসজিদকে “মসজিদে আয়েশা” বলা হয়।

বর্তমানে এই মসজিদটি খুব সুন্দরভাবে পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়েছে। এখানে উমরাহ আদায়ের জন্য হাজার হাজার মানুষ ইহরাম বেঁধে নেয়। যারা মক্কা শরীফে অবস্থান করে একাধিকবার উমরাহ আদায় করতে চান, তারা সাধারণত মসজিদে আয়েশা থেকে মিকাত ধরে ইহরাম গ্রহণ করেন।

মসজিদটি সবসময় মুসল্লিদের ভিড়ে পরিপূর্ণ থাকে। এর চারপাশে যাত্রীদের জন্য বিশ্রাম, গোসলখানা ও অন্যান্য সুযোগ-সুবিধাও রয়েছে।

সংক্ষেপে, মসজিদে আয়েশা মুসল্লিদের জন্য উমরাহ পালনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান এবং ইসলামী ইতিহাসে এক বরকতময় নিদর্শন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025