সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৫

ড্রীমলেন্ড এমিউজমেন্ট পার্কের দুই যুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

ড্রীমলেন্ড এমিউজমেন্ট পার্কের দুই যুগ পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

সিলেটের জনপ্রিয় বিনোদনকেন্দ্র ড্রিমল্যান্ড পার্ক: পরিবার–বন্ধুদের আনন্দের ঠিকানা। সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে সিলেটের হিলালপুরে অবস্থিত ঐতিহ্যবাহী ড্রীমলেন্ড এমিউজমেন্ট পার্কের দুই যুগ পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠান ও সাধারণ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত প্রায় সকল পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। আনন্দঘন পরিবেশে তাঁরা পরিবার-পরিজনসহ এই বিশেষ দিনটি উদযাপন করেন।

পুরো পার্ককে বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয়, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে। পরিচালকদের পাশাপাশি তাঁদের আত্মীয়স্বজনরাও নানা আনন্দ-উৎসবে অংশগ্রহণ করে দিনটিকে স্মরণীয় করে রাখেন। দুই যুগ পূর্তির এই আয়োজন পার্ক সংশ্লিষ্ট সবার জন্য এক বিশেষ মিলনমেলায় পরিণত হয়।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুরে অবস্থিত ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট অ্যান্ড ওয়াটার পার্ক বর্তমানে সিলেট অঞ্চলের অন্যতম জনপ্রিয় বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। আধুনিক সুযোগ-সুবিধা, আকর্ষণীয় রাইড এবং মনোরম পরিবেশের কারণে পার্কটি প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

সিলেট শহর থেকে মাত্র ১০–১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই পার্কে রয়েছে নানা ধরনের অ্যামিউজমেন্ট রাইড, আধুনিক ওয়াটার পার্ক, রেস্টুরেন্টসহ বিনোদনের বহুমুখী আয়োজন। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর জন্য এটি এক অনন্য ও আদর্শ স্থান হিসেবে সবার কাছে সমাদৃত।

প্রধান আকর্ষণসমূহ
ড্রিমল্যান্ড পার্কে দর্শনার্থীদের জন্য রয়েছে বাম্পার কার, রোলার কোস্টার, স্কাই ট্রেন, মিউজিক্যাল ফাউন্টেইন, প্যারাট্রুপার, মিনি ট্রেনসহ নানা রোমাঞ্চকর রাইড এবং আধুনিক ভিডিও গেম জোন।

বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন ওয়াটার পার্ক, যেখানে ওয়েভ পুলসহ বিভিন্ন ধরনের জলক্রীড়ার ব্যবস্থা রয়েছে। এছাড়াও ক্রেইজি মিরর ওয়ার্ল্ড, লিটল ড্রাইভার জোন এবং প্যাডেল বোট শিশু-কিশোরদের কাছে অত্যন্ত জনপ্রিয় বিনোদনের মাধ্যম।

খাবার ও অন্যান্য সুবিধা
দর্শনার্থীদের সুবিধার্থে পার্কের ভেতরে রয়েছে উন্নতমানের রেস্টুরেন্ট ও স্ন্যাকস কর্নার। এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের সুব্যবস্থা থাকায় ভ্রমণকারীরা সহজেই নিজেদের পছন্দমতো খাবার উপভোগ করতে পারেন।

অবস্থান ও সময়সূচী
পার্কটি সিলেট–জকিগঞ্জ সড়কের পাশে গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর এলাকায় অবস্থিত। সাধারণত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। তবে ওয়াটার পার্কের কার্যক্রম সন্ধ্যার মধ্যেই সমাপ্ত হয়।

বিনোদনপ্রেমীদের জন্য ড্রিমল্যান্ড পার্ক আজ সিলেট অঞ্চলের এক অনন্য আনন্দভূমিতে পরিণত হয়েছে, যেখানে মানুষ দৈনন্দিন ব্যস্ততা ভুলে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে কাটাতে পারে সুখস্মৃতিময় কিছু মুহূর্ত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025