সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১২:২৫

ম্যানচেস্টার-সিলেট রুট বন্ধের প্রতিবাদে বিমানকে ৮ ব্রিটিশ এমপির চিঠি

ম্যানচেস্টার-সিলেট রুট বন্ধের প্রতিবাদে বিমানকে ৮ ব্রিটিশ এমপির চিঠি

ম্যানচেস্টার-সিলেট রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বন্ধের ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ব্রিটেনের রাজনীতি।

এই প্রথমবার গ্রেটার ম্যানচেস্টার এবং নর্থ ওয়েস্ট অঞ্চলের আটজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য (এমপি) একজোট হয়ে বিমান বাংলাদেশের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক ‘আল্টিমেটাম’ দিয়েছেন। ব্রিটিশ রাজনীতিকদের এই নজিরবিহীন হস্তক্ষেপের ফলে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন ও বিমান বাংলাদেশের শীর্ষ মহলে অস্বস্তি বিরাজ করছে।

গতকাল  ৯ জানুয়ারি ২০২৪ তারিখে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও শফিউল আজিমকে পাঠানো এক কড়া চিঠিতে এমপিরা ১ ফেব্রুয়ারি থেকে হঠাৎ ফ্লাইট বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বাংলাদেশ হাই কমিশনারকেও।

রচডেলের এমপি পল ওয়াগ এবং ম্যানচেস্টার রাশহোমের এমপি আফজাল খানের নেতৃত্বে এই চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে, কেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ‘লাইফলাইন’ রুটটি কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই স্থগিত করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2025